
ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়—সিপাহী-জনতার বিজয়ের দিন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার রক্ষার দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশমাতৃকার অস্তিত্ব রক্ষায় সেনা, নৌ, বিমানবাহিনী এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে ষড়যন্ত্র ও অরাজকতার কবল থেকে দেশকে রক্ষা করেছিল।
সেই সময়ের প্রেক্ষাপটে জাতির আস্থা ও ভরসার প্রতীক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের পর জাতির সংকটময় মুহূর্তে যেভাবে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বরও তিনি আবারও জাতিকে অনিশ্চয়তা থেকে উদ্ধার করেছিলেন। তার দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম ও সাহসিকতা আজও আমাদের প্রেরণার উৎস।
আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, সিপাহী-জনতাকে এবং সেই বিপ্লবের সকল শহীদকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমান যেভাবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছিলেন, আমরা সেই আদর্শে অটল থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাব।
শাহীন খান : 
























