
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে মাটি ইটভাটা ব্যবহারের দায়ে ছয়টি ইটভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লামা উপজেলার ফাঁসিয়াখালী ও ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় থেকে মাটি কেটে ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার PBN ও BNB ইটভাটা এবং ফাইতং ইউনিয়নের YSB, BMW, 4BM ও UBN ইটভাটাকে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কেটে মাটি ব্যবহারের প্রমাণ পাওয়ায় ছয়টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চৌধুরী মোঃ সুজন, স্টাফ রিপোর্টার : 























