
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, বুধবার সকাল ১১টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, পরিচালনা ও তত্ত্বাবধানে করেন উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার হোসেন ও লতিফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১১৭০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরিষা, গম, চিনাবাদাম, পেঁয়াজ, ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক চাষিদের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, উপজেলা কৃষি অফিস প্রান্তিক চাষিদের মাঝে সর্বোচ্চ উন্নত মানের সরিষা বীজ ও রাসায়নিক সার প্রদান করছে। তাই এই প্রণোদনা, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নুর আলম সাদ্দাম, উপজেলা প্রতিনিধি : 
























