
ময়মনসিংহ শহরের তাজমহল হোটেল এলাকার দুটি গেস্ট হাউসে দেহ ব্যবসার অভিযোগে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে ১ নং ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজমহল হোটেল সংলগ্ন রূপমহল গেস্ট হাউস থেকে তিনজন এবং মডার্ন গেস্ট হাউস থেকে একজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এই দুটি গেস্ট হাউসে দেহ ব্যবসা চলে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে এসব গেস্ট হাউস থেকে প্রায়ই সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যেত।
১ নং ফাঁড়ির পুলিশ ইনচার্জ কমর উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মো. আতিকুল ইসলাম সোহাগ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 























