
দিনাজপুরের পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক, হেড অব হেলথ উইং ও নির্বাহী কাউন্সিলের সদস্য ডা. মো. আব্দুল আহাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। অতীতে অনেক দল ক্ষমতায় এলেও তারা জনগণের কথা রাখেনি, নিজেদের স্বার্থেই ব্যস্ত ছিল। এখনই সময়, জুলাই সনদ বাস্তবায়নের।”
বুধবার বিকেল ৫টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর শাখার আয়োজনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি পার্বতীপুর উপজেলা শাখার সমন্বয়ক তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংগঠক আল মেহেরাফ শাহারিয়ার মিথুন, দিনাজপুর জেলা প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েব ও যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ।
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রায় তিন হাজার নারী-পুরুষ সভাস্থলে উপস্থিত হন। জনসভা শেষে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি ডা. আহাদ আরও বলেন, “এই এলাকা জুলাই যোদ্ধাদের। সবাইকে এনসিপির ছায়াতলে এসে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে অংশ নিতে হবে।”
পাবর্তীপুর (দিনাজপুর) প্রতিনিধি : 
























