ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল চাদে পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩৩ প্রধান উপদেষ্টার কাছ থেকেই জুলাই সনদ নিতে চাই: হাসনাত আব্দুল্লাহ জকসু নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর চূড়ান্ত সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন : বাংলাদেশ ব্যাংক গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন ১৯৭৫ সালের ৭ নভেম্বর: সিপাহী-জনতার বিপ্লব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য নতুন জার্সি প্রকাশ করলো অ্যাডিডাস: আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন পীরগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, আলোচনায় ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ সলঙ্গা হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

আশুলিয়ায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি হুমকিস্বরূপ এই ঘটনায় তীব্র নিন্দা জানান।

বক্তারা অভিযোগ করেন, ওসি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা নথিভুক্ত করেছেন। এতে সহায়তা করেছেন আওয়ামী লীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার।

আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরী বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা জনস্বার্থে তথ্য জানতে চাই, ব্যক্তিগত স্বার্থে নয়। এর ফলেই আমাদের নামে মামলা হয়েছে, কিন্তু এতে আমরা দমে যাব না।

এছাড়া মানববন্ধনে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিকসহ বক্তারা একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে নাছরীন আক্তারের বিরুদ্ধে ভূমি জালিয়াতির অভিযোগ তদন্তের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে ‘বাংলাদেশ বুলেটিন’-এর সাভার প্রতিনিধি সফি সুমন এবং আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাকিব আসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল

আশুলিয়ায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৯:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি হুমকিস্বরূপ এই ঘটনায় তীব্র নিন্দা জানান।

বক্তারা অভিযোগ করেন, ওসি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা নথিভুক্ত করেছেন। এতে সহায়তা করেছেন আওয়ামী লীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার।

আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরী বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা জনস্বার্থে তথ্য জানতে চাই, ব্যক্তিগত স্বার্থে নয়। এর ফলেই আমাদের নামে মামলা হয়েছে, কিন্তু এতে আমরা দমে যাব না।

এছাড়া মানববন্ধনে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিকসহ বক্তারা একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে নাছরীন আক্তারের বিরুদ্ধে ভূমি জালিয়াতির অভিযোগ তদন্তের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে ‘বাংলাদেশ বুলেটিন’-এর সাভার প্রতিনিধি সফি সুমন এবং আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাকিব আসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।