
মাদক চালান বিশেষ করে ইয়াবা চালান থামছেই না। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াবা ও মাদকসহ মাদক চালানকারীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও, আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তাই সামাজিক আন্দোলন ও জনসচেতনতা ছাড়া সমাজ তথা রাষ্ট্র থেকে মাদক নির্মূল সম্ভব নয়।
বুধবার উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যাব-১৫’র অধিনায়ক লে.কর্ণেল মো. কামরুল হাসান বলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ও আঞ্জুমান পাড়া পয়েন্টের বেড়িবাঁধ পার হয়ে মায়ানমার সীমান্ত দিয়ে সারাদেশে মাদক ছড়িয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত রক্ষা ও মাদক নিয়ন্ত্রণ করা শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয়। এ জন্য আমাদের পাশাপাশি সমাজের সকলকে একত্রে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য মাদক বিরুধী যে টাস্কটপোর্স গঠিত হয়েছে তার ধারাবাহিতায় কক্সবাজারের র্যাব-১৫ এর উদ্যোগে আজকে পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কক্সবাজার র্যাব-১৫’র অধিনায়ক লে.কর্ণেল মো. কামরুল হাসান, মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন ও জনসচেতনতা গড়ে তুলতে এবং সার্বিক সহযোগিতা করতে সমাজের সকল শ্রেণির উপস্থিত ব্যক্তিবর্গকে আহ্বান জানান।
মোস্তফা জামান চৌধুরী, উখিয়া- টেকনাফ প্রতিনিধি : 
























