
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় দুটি মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি বানানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
( ৫ নভেম্বর ২০২৫) দুপুরে বোর্ডবাজারে অভিযান চালিয়ে, কাশেম সুইট মিটকে ২০ হাজার টাকা, ভাই, ভাই সুইটকে ৩০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করেন, বাণিজ্য মন্ত্রণালয় গাজীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন।
এ সময়ে দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল উপকরণ ব্যবহার, ওজনে কম দেওয়া, এবং অনুমোদনহীন রং ব্যবহার, পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই, মিষ্টি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানার সাব ইন্সপেক্টর (এস, আই) আনোয়ার হোসেনসহ সঙ্গীও ফোর্স।
মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 
























