
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপর গ্রামে প্রান্তিক কৃষকদের কলাবাগান কেটে ফেলা ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষক মো. বাঁধন, পিতা মো. খবির উদ্দিন মৃধা, সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,
“আমরা সাতজন কৃষক মিলে যৌথভাবে চরের মাঠে কৃষি আবাদ ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু সম্প্রতি রূপপুর নলগাড়ি এলাকার ছাত্রলীগ-যুবলীগের পরিচিত সন্ত্রাসী রাসেল, বিপ্লব, মনিরুল, মিঠুসহ কয়েকজন আমাদের কাছ থেকে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা গরীব কৃষক এত টাকা দিতে না পারায় তারা আমাদের কলাবাগান কেটে নষ্ট করে এবং পুকুরে বিষ প্রয়োগ করে।”
তিনি আরও জানান,“বাধা দিতে গেলে গতকাল মঙ্গলবার আমাকে তারা মারধর করে। স্থানীয় কয়েকজন ছুটে এসে আমাকে উদ্ধার করেন। এই ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।”
কৃষক বাঁধন প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, শফিকুল ইসলাম, দুলাল হোসেন, শাহানুর, লিটন, আজাদ বিশ্বাস, রিয়াজ বিশ্বাস, ঝলক, রিপন, শাকিল।
ফিরোজ মাহমুদ, ঈশ্বরদী প্রতিনিধি : 























