
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্যোগটি নেয় আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক, এবং সার্বিক সহযোগিতা করে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রবিউল ইসলাম রবি, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজানুর ইসলাম খান রেজা, রেজাউল হক দুলাল, মোঃ আব্দুল কাদের, ও আব্দুল করিম মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, কে. এম. ইকবাল কায়েস নয়ন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মুফতি আশেকে এলাহী শিবলী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- “মানবতার কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা ও মানবসেবার মানসিকতা বৃদ্ধি করে। এই আয়োজন সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সময় ও শ্রম দিয়েছেন-তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও সবাইকে এই মানবসেবার যাত্রায় পাশে থাকার আহ্বান জানাই।
সভাপতি মাওলানা রবিউল ইসলাম রবি তাঁর বক্তব্যে বলেন- রক্তদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে-এটাই প্রকৃত মানবসেবা। এমন উদ্যোগ সমাজে মানবতার আলো ছড়ায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চিফ মেন্টর হানজালা আজাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ শামিম রেজা, জনসংযোগ ও ডোনার বিষয়ক সম্পাদক আবু জর, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ (জিম) অর্থ সম্পাদক হাফেজ জিহাদুল ইসলাম, এবং সহকারী অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাইমুন।
দিনব্যাপী এই ক্যাম্পে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয় ও বিশ্বহরিগাছা বহালগাছা মহাবিদ্যালয়-এর শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রায় পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং অনেকেই ভবিষ্যতে নিয়মিত রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ধুনট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এটি ছিল আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের চতুর্থ ক্যাম্পেইন।
সংগঠনটি আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠান শেষে স্থানীয় তরুণদের অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন হয় এবং নতুন রক্তদাতাদের নিবন্ধন গ্রহণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়-আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে নিয়মিত রক্তদান ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।
গোবিন্দ রায়, ধুনট প্রতিনিধি : 
























