
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। মনোনয়ন পাওয়ার পর আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত ও দোয়ার মধ্যদিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন।
মাজার প্রাঙ্গণে নফল নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তাঁর নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন। এই আসনে ইলিয়াস আলীর সহধর্মিণীর প্রার্থীতা ঘোষণার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী কর্মসূচি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর মার্কা এই ধানের শীষ। এখন সব ভেদাভেদ ভুলে, দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নেমেছি। আমার স্বামী এম ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন, আমি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে বিগত ১৩ বছর ধরে কাজ করছি।’
এ সময় তিনি তাঁর স্বামীর আমলে হওয়া উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ইলিয়াস আলী সিলেট-২ আসনে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছিলেন। আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর অধিকার রক্ষা ও উন্নয়নই হবে আমার অঙ্গীকার।
নির্বাচনে জয়লাভের জন্য তিনি স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মো: নূর উদ্দিন, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : 
























