
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল দলীয় মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে, নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“দেশব্যাপী বিএনপি জনগণের পক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নির্বাচনী রূপ দিচ্ছে। আমাদের প্রার্থীরা জনগণের আস্থা ও পরিবর্তনের প্রতীক হয়ে মাঠে কাজ করবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় গণসংযোগ, কর্মীসভা ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। এদিকে নীলফামারীর রাজনৈতিক অঙ্গনে প্রার্থী ঘোষণাকে ঘিরে উৎসাহ–উদ্দীপনা ও নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে।
সেলিম রেজা, নীলফামারী : 
























