
নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আগ্রাদিগুন মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আগ্রাদিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস. এম. খেলাল-ই-রব্বানি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ভবিষ্যৎ গঠনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা, আগ্রাদিগুন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মণ্ডল, আগ্রাদিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, আগ্রাদিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, আগ্রাদিগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও খেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেশ চন্দ্র বর্মনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৯৫ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও মজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবীর বলেন,
“কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষকদের দায়িত্বশীলতা ও বিচক্ষণতার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।”
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : 
























