
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ এক নারী চোরচক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম রিক্তা বেগম (৩০)। তার নাম উল্লেখসহ আরও ৩–৪ জনের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রিক্তা বেগম একটি সংঘবদ্ধ ইজিবাইক চোরচক্রের সদস্য। তারা কয়েকজন মিলে যাত্রী সেজে বিভিন্ন সময় ইজিবাইকে ওঠে এবং পরে সুকৌশলে ইজিবাইক চুরি করে পালিয়ে যায়।
রোববার রাতে চোরাই ইজিবাইকসহ রিক্তা বেগমকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রিক্তা বেগম গুমানীগঞ্জ ইউনিয়নের পাড়গয়ড়া মাদনতাইড় গ্রামের রজ্জব আলীর মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মিলন মণ্ডল, গাইবান্ধা প্রতিনিধি : 























