
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ থেকে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে কিশোর বিভাগে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী ও কেন্দ্রীয় প্রশিক্ষক রতন লাল সূত্রধর এবং সাধারণ বিভাগে প্রশিক্ষক ছিলেন সংগীত শিল্পী ও কেন্দ্রীয় প্রশিক্ষক শহীদ হোসাইন টিটু। প্রশিক্ষণ কর্মশালায় কিশোর বিভাগে ১৫ জন এবং সাধারণ বিভাগে ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে সকাল সাড়ে দশটায় কর্মশালার উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শাহজাদপুর শাখার সভাপতি আতিক সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সংগীত শিক্ষক নুর-এ আলম খান হীরা, আলপনা ভৌমিক, সাংবাদিক আতাউর রহমান পিন্টু, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক কাজী শওকত, সংগীত শিক্ষক শ্যামল কুমার সাহা, ওস্তাদ বায়েজিদ হোসেন নাট্য সংগঠক এএ শহীদুল্লাহ্ বাবলু, সংগীত শিল্পী মীর বাবুল হোসেন, সংগীত শিল্পী আঃ মতিন, তবলা শিল্পী ভবেশ চন্দ্র সুত্রধর, আবৃত্তি শিল্পী তাসরিফা ইসলাম প্রিয়ন্তী প্রমুখ।
নুপুর কুমার রায়, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 
























