
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর পাতারপাড়া গ্রামের এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত ১৯ অক্টোবর ওই এলাকায় ৬৬ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই আসামি আইয়ুব আলী পলাতক ছিলেন।
পুলিশের ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আইয়ুব আলীকে আটক করা হয়। পুলিশ জানায়, ৭২ ঘণ্টার মধ্যেই মামলার মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।
স্থানীয়রা পুলিশ প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার, মোঃ ইউনুস আলী : 























