
লক্ষ্মীপুরের দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় একটি মাদ্রাসায় সিলিং ফ্যান, পানির মোটর ও ব্যাটারি চুরির অভিযোগে এক নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. নাঈম হোসেন। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও একই এলাকার জামালী পাটোয়ারী বাড়ির আবু সাঈদের ছেলে।
মহাদেবপুর এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, গত ২৪ অক্টোবর রাতে মাদ্রাসার পুরাতন ভবনের দোতলা থেকে ৬টি ফ্যান চুরি হয়। এর একদিন পর নতুন ভবন থেকেও আরও ৪টি ফ্যান চুরি যায়। পরে ২৭ অক্টোবর মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতায় তদন্তে জানা যায়—একই এলাকার ভোজু মিস্ত্রী বাড়ির এসক্র্যাপ ব্যবসায়ী স্বপন বেপারীর কাছে চুরি হওয়া ফ্যান পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে স্বপন বেপারী জানান, নৈশ প্রহরী নাঈম হোসেনই তার কাছে ফ্যানগুলো বিক্রি করেছিলেন।
এ তথ্য জানার পর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা নাঈমকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. কবির হোসেন বলেন, “এর আগেও অফিস কক্ষের দরজা-জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এবারও একই প্রহরীর সম্পৃক্ততা পাওয়ায় আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।”
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
লক্ষ্মীপুর প্রতিনিধি : 























