ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ধামইরহাট সীমান্তে বিজির হাতে ২ চো/রা/কা/রবারী মা/দ/কসহ আ/টক তাড়াশে বিএনপির বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে নির্দেশ সিরাজগঞ্জে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিশাল গণসংবর্ধনা গাসিকের সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা মীর ওসমান গনি কাজল গ্রেফতার ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোল বোমাসহ তিন যুবক আটক নীলফামারীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মান্দায় বিএনপির প্রার্থী ডা. টিপুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে নারী সেনাসদস্য সেজে প্রতারণা, নাজমুল নামে এক যুবক আটক নাশকতার সন্দেহে অভিযান : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের চট্টগ্রাম বাসভবনে পুলিশ, আটক ৭ ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রার্থী তালিকা প্রকাশ, বাদ পড়লেন একাধিক ‘হেভিওয়েট’ নেতা

  • মো. সোহেল মিয়া :
  • আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রথম দফার তালিকা ঘোষণা করেছে বিএনপি। এতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ১৪ সদস্যের মধ্যে মহাসচিবসহ ১০ জনের নাম রয়েছে।

সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে তিন ঘণ্টা স্থায়ী বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১—থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেওয়া হয়। একাধিক আসনে প্রার্থী হচ্ছেন তিনিই একমাত্র।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন বগুড়া-৬ আসন থেকে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে।

স্থায়ী কমিটির আরও নয় সদস্য প্রার্থী হচ্ছেন তাদের নিজ নিজ আসনে—কুমিল্লা-১ থেকে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ থেকে মির্জা আব্বাস, ঢাকা-৩ থেকে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ থেকে আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ থেকে সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ থেকে হাফিজ উদ্দিন আহমেদ এবং দিনাজপুর-৬ থেকে এজেডএম জাহিদ হোসেন।

তবে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের নাম নেই প্রথম দফার তালিকায়। জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির পঞ্চগড়-১ আসনে প্রার্থী হচ্ছেন।

দলের ২১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে সাতজনের নাম রয়েছে প্রার্থী তালিকায়। তারা হলেন—আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪), আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩) এবং আহমেদ আজম খান (টাঙ্গাইল-৮)।
তবে আলোচিত ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন বাদ পড়েছেন তালিকা থেকে।

চেয়ারপারসনের ৮১ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর মধ্যে প্রার্থী হয়েছেন ২২ জন, যাদের মধ্যে রয়েছেন—আমান উল্লাহ আমান (ঢাকা-২), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-৪), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), খন্দকার আবদুল মুক্তাদির (সিলেট-১), তাহমিনা রশদীর লুনা (সিলেট-২), এনামুল হক চৌধুরী (সিলেট-৬), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), ভিপি জয়নাল (ফেনী-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) প্রমুখ।

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাদ পড়েছেন। ছয় যুগ্ম মহাসচিবের মধ্যে প্রার্থী হয়েছেন তিনজন—খায়রুল কবির খোকন (নরসিংদী-১), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-২) এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ-১)। অন্যদিকে হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ ও হুমায়ুন কবিরের নাম নেই তালিকায়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এটি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। পরবর্তী ধাপে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় সাংগঠনিক নেতারা।

আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

ধামইরহাট সীমান্তে বিজির হাতে ২ চো/রা/কা/রবারী মা/দ/কসহ আ/টক

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রার্থী তালিকা প্রকাশ, বাদ পড়লেন একাধিক ‘হেভিওয়েট’ নেতা

আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রথম দফার তালিকা ঘোষণা করেছে বিএনপি। এতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ১৪ সদস্যের মধ্যে মহাসচিবসহ ১০ জনের নাম রয়েছে।

সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে তিন ঘণ্টা স্থায়ী বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১—থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেওয়া হয়। একাধিক আসনে প্রার্থী হচ্ছেন তিনিই একমাত্র।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন বগুড়া-৬ আসন থেকে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে।

স্থায়ী কমিটির আরও নয় সদস্য প্রার্থী হচ্ছেন তাদের নিজ নিজ আসনে—কুমিল্লা-১ থেকে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ থেকে মির্জা আব্বাস, ঢাকা-৩ থেকে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ থেকে আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ থেকে সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ থেকে হাফিজ উদ্দিন আহমেদ এবং দিনাজপুর-৬ থেকে এজেডএম জাহিদ হোসেন।

তবে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের নাম নেই প্রথম দফার তালিকায়। জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির পঞ্চগড়-১ আসনে প্রার্থী হচ্ছেন।

দলের ২১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে সাতজনের নাম রয়েছে প্রার্থী তালিকায়। তারা হলেন—আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪), আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩) এবং আহমেদ আজম খান (টাঙ্গাইল-৮)।
তবে আলোচিত ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন বাদ পড়েছেন তালিকা থেকে।

চেয়ারপারসনের ৮১ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর মধ্যে প্রার্থী হয়েছেন ২২ জন, যাদের মধ্যে রয়েছেন—আমান উল্লাহ আমান (ঢাকা-২), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-৪), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), খন্দকার আবদুল মুক্তাদির (সিলেট-১), তাহমিনা রশদীর লুনা (সিলেট-২), এনামুল হক চৌধুরী (সিলেট-৬), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), ভিপি জয়নাল (ফেনী-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) প্রমুখ।

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাদ পড়েছেন। ছয় যুগ্ম মহাসচিবের মধ্যে প্রার্থী হয়েছেন তিনজন—খায়রুল কবির খোকন (নরসিংদী-১), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-২) এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ-১)। অন্যদিকে হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ ও হুমায়ুন কবিরের নাম নেই তালিকায়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এটি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। পরবর্তী ধাপে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় সাংগঠনিক নেতারা।