
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পিবিজিএসআই স্কিমের ২০২৪-২৫ অর্থবছরের স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহিতা অনুদান তহবিলের আওতায় প্রাচীর নির্মাণ প্রকল্প উদ্বোধন ও মেধার ভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিবিজিএসআই স্কিম ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. তারিক-উজ-জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশল শিক্ষা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ রাব্বি হোসেন, বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (পিটার), ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মকলেছুর রহমান (রাশু), বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মশিউর রহমানসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. তারিক-উজ-জামান মেধাবী, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : 
























