ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল চাদে পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩৩ প্রধান উপদেষ্টার কাছ থেকেই জুলাই সনদ নিতে চাই: হাসনাত আব্দুল্লাহ জকসু নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর চূড়ান্ত সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন : বাংলাদেশ ব্যাংক গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন ১৯৭৫ সালের ৭ নভেম্বর: সিপাহী-জনতার বিপ্লব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য নতুন জার্সি প্রকাশ করলো অ্যাডিডাস: আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন পীরগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, আলোচনায় ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ সলঙ্গা হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

ফরিদপুরে শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাত দফা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক নেতা ও বাইতুল মোকাররম স্কুলের শিক্ষক আবু হারিস মোল্লা, বাইতুল মোকাদ্দেম স্কুলের শিক্ষক এস. এম. আবুল বাশার, অধ্যাপক মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করে আসছি, কিন্তু আজও তার বাস্তবায়ন হয়নি। মাত্র ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি অত্যন্ত অযৌক্তিক। শিক্ষক সমাজকে উপেক্ষা করে কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার যদি দ্রুত শিক্ষকদের দাবি পূরণ না করে, তবে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

পরে সংগঠনের পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সাত দফা দাবি

১. বাড়ি ভাড়া ৪৫ শতাংশ করতে হবে।
২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
৩. নিয়মিত উৎসব ভাতা প্রদান করতে হবে।
৪. প্রস্তাবিত ১,০৮৯টি ইবতেদায়ি মাদরাসা দ্রুত এমপিওভুক্ত করতে হবে।
৫. নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি ও প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।
৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সব বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
৭. অতীতে বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানান।

কর্মসূচি শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল

ফরিদপুরে শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০১:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সাত দফা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক নেতা ও বাইতুল মোকাররম স্কুলের শিক্ষক আবু হারিস মোল্লা, বাইতুল মোকাদ্দেম স্কুলের শিক্ষক এস. এম. আবুল বাশার, অধ্যাপক মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করে আসছি, কিন্তু আজও তার বাস্তবায়ন হয়নি। মাত্র ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি অত্যন্ত অযৌক্তিক। শিক্ষক সমাজকে উপেক্ষা করে কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার যদি দ্রুত শিক্ষকদের দাবি পূরণ না করে, তবে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

পরে সংগঠনের পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সাত দফা দাবি

১. বাড়ি ভাড়া ৪৫ শতাংশ করতে হবে।
২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
৩. নিয়মিত উৎসব ভাতা প্রদান করতে হবে।
৪. প্রস্তাবিত ১,০৮৯টি ইবতেদায়ি মাদরাসা দ্রুত এমপিওভুক্ত করতে হবে।
৫. নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি ও প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।
৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সব বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
৭. অতীতে বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানান।

কর্মসূচি শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।