
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন যে, জামায়াতে ইসলামী যদি দেশের ক্ষমতায় আসে, তাহলে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। তিনি এ মন্তব্য করেছেন উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কেন্দ্রভিত্তিক কমিটির সদস্যদের সভায়।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত শুধুমাত্র মুসলিমদের রাজনৈতিক দল নয়, বরং এটি একটি আদর্শিক সংগঠন যা সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, উপাসনালয়ের নিরাপত্তা এবং তাদের ব্যক্তিগত অধিকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে রক্ষা করবে। তিনি উল্লেখ করেন, ইসলামী শাসন ব্যবস্থায় অমুসলিমদের সুরক্ষা নিশ্চিত করা একটি মৌলিক নীতি।
উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী এইচআরডি সম্পাদক অ্যাডভোকেট সদরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল বারী, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব আশরাফুল আলম মোত্তালিব, বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃ শাহীন আলম, মোহনপুর ইউনিয়নের সভাপতি জনাব মাওঃ হাফেজ হেলাল উদ্দিন খান । এছাড়া, সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং অমুসলিম সম্প্রদায়ের প্রতি জামায়াতের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন। তারা বলেন, জামায়াত ক্ষমতায় এলে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, যেখানে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না এবং সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। সভার শেষে মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত সকলের প্রতি জামায়াতের আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতকে সমর্থন করার আহ্বান জানান।