
রাঙ্গামাটি সদর উপজেলার ১নং জীবতলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতির তাণ্ডবে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বন্যহাতি দল স্কুলটিতে হামলা চালায়।
এই ঘটনা নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জানান, স্কুলের প্রধান শিক্ষক তাকে হাতির তাণ্ডবের বিষয়টি জানিয়েছেন। তিনি প্রধান শিক্ষককে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বসে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছেন।
১নং জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, হাতির তাণ্ডবে স্কুলের প্রধান ফটক, কিছু বেঞ্চ এবং ব্ল্যাকবোর্ড নষ্ট হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের ক্লাস বন্ধ আছে।

মোঃ সুমন খান, রাঙ্গামাটিছ 























