
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সুইচিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১শে জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুন লাগে। এতে পুরো হবিগঞ্জ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বৃষ্টির মধ্যেই হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। শাহজিবাজার ৩৩/১১ কেভি গ্রিড সুইচিং স্টেশনের সিটি (কারেন্ট ট্রান্সফরমার) এবং ব্রেকার ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, এই অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদরসহ জেলার প্রায় ৬টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং আরও ৩টি উপজেলায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে প্রায় ৫ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন, তবে ঠিক কখন নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের ২৯শে মে শাহজিবাজারের ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই ঘটনায় তিনটি ট্রান্সফরমারসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে গিয়েছিল।
ব্যুরো প্রধান; সিলেট: 
























