
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাড়ুয়াহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার মাজেদ ফকির (৭০) নামে ওই বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মাজেদ ফকির তার ছাগল চরাতে রেললাইনের ধারে গিয়েছিলেন। ঘটনার সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন হঠাৎ করে চলে আসে এবং একটি ছাগল রেললাইনের ওপর চলে যায়। সেই ছাগলটিকে বাঁচাতে গিয়েই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মাজেদ ফকির। একই ঘটনায় ছাগলটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মাজেদ ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বিকেল ৩টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বৃদ্ধের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয়রা।
শেখ হাচান, স্টাফ রিপোর্টার: 
























