
নববাণী’র আলোকবর্তিকা, আমাদের শ্রদ্ধেয় মফস্বল সম্পাদক মহোদয় জনাব মোঃ সোহেল মিয়াকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা! আপনার হাত ধরে মফস্বল সাংবাদিকতা আরও সমৃদ্ধ হোক। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনার কলম আরও শাণিত হোক, আপনার হাত ধরে আরও উজ্জ্বল হোক ‘জাতীয় দৈনিক নববাণী’।
আজ এক আনন্দঘন দিন!
আমাদের সকলের প্রিয়, ‘জাতীয় দৈনিক নববাণী’ পত্রিকার মফস্বল সম্পাদক মহোদয়ের শুভ জন্মদিন। এই বিশেষ দিনে আমরা তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। তাঁর অসামান্য অবদান, নিরলস পরিশ্রম এবং মফস্বলের সংবাদ প্রচারে তাঁর দৃঢ় অঙ্গীকার আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
নববাণী পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে তাঁর ভূমিকা কেবল সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি প্রতিটি মফস্বল অঞ্চলের নিজস্ব গল্প, সুখ-দুঃখ, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোকে অত্যন্ত দক্ষতা ও সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন। তাঁর হাত ধরেই মফস্বলের প্রতিটি কোণ থেকে উঠে এসেছে সত্যনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সংবাদ, যা জাতীয় পর্যায়ে স্থানীয় কণ্ঠস্বরকে শক্তিশালী করেছে। তিনি স্থানীয় সমস্যাগুলোকে জাতীয় নজরে এনেছেন এবং সমাধানের পথ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর বিচক্ষণতা ও দূরদর্শিতা নববাণীকে মফস্বল সাংবাদিকতায় একটি অগ্রণী অবস্থানে নিয়ে গেছে।
দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য নবীন সাংবাদিককে প্রশিক্ষিত করেছেন, তাঁদের সঠিক পথের দিশা দেখিয়েছেন এবং তাঁদের মধ্যে সাংবাদিকতার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তৈরি করেছেন। তিনি শুধু একজন সম্পাদক নন, তিনি একজন পথপ্রদর্শক, একজন শিক্ষক এবং আমাদের সকলের কাছে একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব।
আমরা জাতীয় দৈনিক নববাণী পত্রিকার পক্ষ থেকে এবং আমাদের সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা জীবনে আরও সাফল্য কামনা করি। তাঁর হাত ধরে মফস্বল সাংবাদিকতা আরও এগিয়ে যাক, জাতীয় পর্যায়ে তার গুরুত্ব আরও বৃদ্ধি পাক, এই আমাদের একান্ত প্রত্যাশা। আজকের এই শুভক্ষণে তাঁর জীবন ভরে উঠুক অফুরন্ত আনন্দ আর ভালোবাসায়।