
গাজীপুর মহানগরীর জিএমপি গাছা থানার উত্তর খাইলকুর পলাগাছ এলাকায় জনৈক বাবুল মিয়ার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার সকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর পলাগাছ এলাকার স্থানীয় বাসিন্দা বাবুল মিয়ার বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্র পাত ঘটে। এতে বসতবাড়ির সেমি পাকা ১৫টি রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাবুল মিয়ার বসতবাড়ির একটি রুমের ভেতর থেকে আগুন লাগে। আগুন মহুর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া বাইপাস মর্ডাণ দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থল গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে ভোগড়া মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ওই বাড়ির সেমি পাকা ১৫টি রুম মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দমকল বাহিনীর এ কর্মকর্তা।
জ্যেষ্ঠ প্রতিনিধি 
























