
এমএলএসের প্লে-অফের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন দলটির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
প্লে-অফের দ্বিতীয় ম্যাচে ‘অফ দ্য বল’ এক ঘটনায় জড়িত থাকার কারণে মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি সুয়ারেজের ওপর এই শাস্তি দিয়েছে। ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।
তবে ম্যাচ চলাকালে রেফারি ওই ঘটনায় কোনো কার্ড দেখাননি, এমনকি ফাউলও ধরা হয়নি। কিন্তু নিয়ম অনুযায়ী, ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
ওই ম্যাচে ২-১ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে ৩-১ গোলে জেতায় সিরিজে সমতা ফিরেছে, ফলে এখন নির্ধারণী তৃতীয় ম্যাচ খেলতে হচ্ছে। আগামী রোববার (৯ নভেম্বর) ন্যাশভিলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে টিকে থাকার জন্য মাঠে নামবে মায়ামি।
এর আগে, লিগস কাপ ফাইনালের পর প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের একজন খেলোয়াড়কে থুতু দেওয়ার অপরাধে গত সেপ্টেম্বরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেজ। এছাড়া লিগস কাপ আয়োজক কমিটি তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল।
স্পোর্টস ডেস্ক : 
























