
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫।
দায়ক-দায়িকাদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান, অন্ন দান, বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার সকালে আয়োজিত এই উৎসবে প্রায় তিন থেকে চার শতাধিক পুণ্যার্থী ধর্মীয় অনুশীলন ও প্রার্থনায় অংশ নেন।
অনুষ্ঠান চলাকালীন সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নিরাপত্তার জন্য বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল এলাকায় টহল পরিচালনা করে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এছাড়া কাপ্তাই জোনের পক্ষ থেকে মেজর মো. তানভীর হাসান সিফাত, ক্যাম্প কমান্ডার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প, অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং আয়োজক কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মোঃ সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি : 



















