
বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. আতাউর রহমান সেলিম (৩৫)। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিমসহ কুমিল্লা থেকে আসা তিন-চারজন ব্যক্তি কয়েকদিন ধরে ওই গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার হোসেন এলাকার মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
রবিবার সকালে তারা ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেলিম গুরুতর দগ্ধ হন। বিস্ফোরণের পর আরও দুই-তিনজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
গোপন সূত্রে জানা যায়, মুক্তার হোসেনের বাড়িতে ডাকাত দলের সহযোগিতায় বিস্ফোরক তৈরির প্রস্তুতি চলছিল। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেলা প্রতিনিধি : 



















