
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নানা আয়োজনে উদযাপন করেছে তাড়াশ পৌর যুবদল।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ডিগ্রি কলেজ গেটে এসে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদল সভাপতি পদপ্রার্থী নজরুল প্রধান।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, সাবেক ত্রাণ সম্পাদক আজাদ আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল লতিফ, আবুল কালাম আজাদ, এফ.এম. সোহেল রানা, দুলাল হোসেন, মাসুদ রানা প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এস,এম,রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার :- 

























