
নাজমুল ইসলাম মন্ডল ঃ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সেন্টার ফর লিগ্যাল এইড অ্যান্ড সলিউশনস (CLAS) আয়োজন করে ‘গণতন্ত্রের শক্তিতে নতুন প্রজন্মের বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা। সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে উত্তরা সেক্টর ৬, রোড ৩, বাড়ি ৮-এ এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CLAS-এর সভাপতি মো. রফিকুল ইসলাম। আলোচনায় দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, নতুন প্রজন্মের ভূমিকা এবং টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়।
গোলটেবিল আলোচনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন:
অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মাহমুদ আলম,
,সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আকরামুল ইসলাম,ড. মো. আমিরুল ইসলাম, কানেকশন এইড-এর চেয়ারম্যান কামরুল ইসলাম,অ্যাডভোকেট আমিনুল ইসলাম বুলবুল,শিক্ষাবিদ ফেরদৌস আমিনি, জনি আখন্দ,আফাজ উদ্দিন
, ইকবাল ইউসুফ বাবু সিকদার, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম
,অ্যাডভোকেট সুমন,সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, সাগরিকা, মো. এমদাদ হোসেন।
সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, “গণতন্ত্র প্রতিদিনের চর্চা, আর সেই চর্চার প্রাণশক্তি আমাদের তরুণ সমাজ। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়।
বক্তারা তরুণদেরকে রাজনীতি ও সমাজ উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।