
বগুড়ায় সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর থানার চক সূত্রাপুর হরিজন কলোনির কালি মন্দির এলাকা থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন জানে আলম সাদিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং ডিবি ওসি ইকবাল বাহারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানকালে যৌথ বাহিনী ১৬০ বোতল কেরু মদ, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৪টি ওজন মাপার মেশিন জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে নগদ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: শ্রী হরিজন (৩৫) এবং শ্রী শান্ত বাসফোর (২৫)। তারা দুজনেই চক সূত্রাপুর হরিজন কলোনির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।