
ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে রাজনৈতিক বৈষম্য ও একপাক্ষিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। গত ১৬ বছর ধরে এই হাইকমিশন একই ব্যক্তির নিয়ন্ত্রণে রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতেও সাবেক “ফ্যাসিস্ট সরকারের” ঘনিষ্ঠ ব্যক্তিরাই সব ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীদের অভিযোগ অনুযায়ী, ফিলিপাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের সক্রিয় কমিটি থাকা সত্ত্বেও দলের কোনো সদস্যকে হাইকমিশনের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। এমনকি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক সরকারের কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলেও ফিলিপাইনে অবস্থিত হাইকমিশনে এর ধারাবাহিকতা এখনও বজায় আছে। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগকারীরা জানান, বিগত সরকারের আমলে যেসব ব্যক্তি হাইকমিশনের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকতেন, বর্তমান পরিস্থিতিতেও তাদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে। এতে স্পষ্টতই বোঝা যায়, হাইকমিশনের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি এবং সাবেক সরকারের আস্থাভাজনরাই এখনো সবখানে প্রভাব বিস্তার করে আছেন।
এই অভিযোগের বিষয়ে হাইকমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রবাসীদের দাবি, হাইকমিশনের কর্মকাণ্ডে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করা হোক।