ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সততা নিয়ে পোস্ট ভাইরাল, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগ: উত্তরা খাল পরিষ্কার কার্যক্রমে মুহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্ব। ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত রামগঞ্জে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে  যুবকের  মৃ/ত্যু  সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন বিজয়ী তাজ, জাবেদ, জসিম রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা গোয়ালাবাজারে ১২ উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগে জেনারেল মেডিসিন হল উদ্বোধন ফিলিপাইনে বাংলাদেশ হাইকমিশন: রাজনৈতিক বৈষম্যের অভিযোগ বিশ্বনাথ প্রেসক্লাবের ২০২৫ – ২৬ সালের কমিটি গঠন: সভাপতি জুবায়ের সম্পাদক মোঃ শিপন কোষাধ্যক্ষ মোঃ নূর উদ্দিন আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : লুনা

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগ: উত্তরা খাল পরিষ্কার কার্যক্রমে মুহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্ব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে শুরু হওয়া এই কর্মসূচি সারাদেশে সফলভাবে পরিচালিত হচ্ছে।

​গতকাল বুধবার  (১৫তম দিনে) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

​আজকের কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি জানান, খাল পরিষ্কার কার্যক্রমের শুরুতে তাদের ধারণা ছিল এখানে কেবল কচুরিপানা রয়েছে। কিন্তু কাজ শুরু করার পর চিত্র সম্পূর্ণ ভিন্ন দেখা যায়। শত শত টন ময়লা-আবর্জনা, পলিথিন, কাগজপত্র, পচা দ্রব্য এবং খালের ভেতরে জন্মানো বড় বড় গাছ খালটিকে এক বিশাল ময়লার ভাগাড়ে পরিণত করেছে। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং আশপাশের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

​মুহাম্মদ আফাজ উদ্দিন আরও বলেন, এই বিপুল বর্জ্য অপসারণ, খালকে পরিষ্কার করা এবং এটিকে আবারও পরিচ্ছন্ন ও সচল অবস্থায় ফিরিয়ে আনা একটি বিশাল চ্যালেঞ্জ। এটি নিঃসন্দেহে সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য একটি কাজ। তবে তিনি নিরুৎসাহিত নন। তিনি বলেন, “আমাদের সকল শক্তি, সামর্থ্য ও সক্ষমতা একত্রিত করে, শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

​দৃঢ় কণ্ঠে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতা থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। ইনশাআল্লাহ, আমরা এই খাল পরিষ্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে এটিকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশে রূপান্তরিত করতে সক্ষম হবো।”

​আজকের এই কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

সততা নিয়ে পোস্ট ভাইরাল, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগ: উত্তরা খাল পরিষ্কার কার্যক্রমে মুহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্ব।

আপডেট সময় ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে শুরু হওয়া এই কর্মসূচি সারাদেশে সফলভাবে পরিচালিত হচ্ছে।

​গতকাল বুধবার  (১৫তম দিনে) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

​আজকের কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি জানান, খাল পরিষ্কার কার্যক্রমের শুরুতে তাদের ধারণা ছিল এখানে কেবল কচুরিপানা রয়েছে। কিন্তু কাজ শুরু করার পর চিত্র সম্পূর্ণ ভিন্ন দেখা যায়। শত শত টন ময়লা-আবর্জনা, পলিথিন, কাগজপত্র, পচা দ্রব্য এবং খালের ভেতরে জন্মানো বড় বড় গাছ খালটিকে এক বিশাল ময়লার ভাগাড়ে পরিণত করেছে। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং আশপাশের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

​মুহাম্মদ আফাজ উদ্দিন আরও বলেন, এই বিপুল বর্জ্য অপসারণ, খালকে পরিষ্কার করা এবং এটিকে আবারও পরিচ্ছন্ন ও সচল অবস্থায় ফিরিয়ে আনা একটি বিশাল চ্যালেঞ্জ। এটি নিঃসন্দেহে সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য একটি কাজ। তবে তিনি নিরুৎসাহিত নন। তিনি বলেন, “আমাদের সকল শক্তি, সামর্থ্য ও সক্ষমতা একত্রিত করে, শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

​দৃঢ় কণ্ঠে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতা থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। ইনশাআল্লাহ, আমরা এই খাল পরিষ্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে এটিকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশে রূপান্তরিত করতে সক্ষম হবো।”

​আজকের এই কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।