
প্রথম বারের মতো আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আধ্যাত্মিক নগরী ৩৬০ আউলিয়ার পূর্ণ ভুমি সিলেট সিটি করপোরেশনের নবগঠিত ৩৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ । মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সম্মেলন । এতে ৩৩ নং ওয়ার্ড বিএনপির এই কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী ছিলেন ৪ জন । তাজুল ইসলাম তাজ, মালেক আহমদ, দুলাল আহমদ দুলাল ও নাজির খান চান মিয়া । সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিন জন । দেলোয়ার খান এনাম, জাবেদ আহমদ ও আলমগীর হোসেন । সাংগঠনিক সম্পাদক পদে পদপ্রার্থী ছিলেন ৪ জন বাদল আহমদ, জসিম মিয়া, ওসমান সুলতান ও রিপন মিয়া ।
উক্ত সম্মেলনে প্রথম বারের মতো সভাপতি পদে বিজয়ী হয়েছেন তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাবেদ হক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েক তার বক্তব্যে বলেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দায়িত্ব সংসদ নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র নবনির্বাচিত প্রার্থীরা দলের সুশৃঙ্খল উন্নয়নে তারা কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন । এদিকে প্রধান বক্তা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সিলেট মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সিলেট এক আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিজয় সুনিশ্চিত করতে সবাই একযোগে কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্মেলনে কার্যক্রম পরিচালনা করেন সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকী এর সঞ্চালনায় সিলেট শাহপরান থানা বিএনপির আহ্বায়ক মোনিম এর সভাপতিত্বে সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৩ নম্বর ওয়ার্ডের সম্মেলন কাউন্সিলে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ওয়ার্ড বিএনপির মুকুল খোরশেদ, যুগ্ন সম্পাদক শোয়েব আহমদ, দপ্তর সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ সহ সংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরেফিন জিল্লোর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব আহমদ শোয়েব, সিলেট মহানগর সে্চ্ছাসেবকদলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজু সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মাসুম আলী প্রমুখ । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরীর যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল তাঁতিদল কৃষক দল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। রাত সাড়ে ১০:৩০ টার দিকে ভোট গণনা শেষে সিলেট মহানগরী ৩৩ নম্বর ওয়ার্ডের সূচনা কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় অধীর আগ্রহে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র ভোটাররা সুশৃঙ্খল সারিবদ্ধভাবে লাইনে ভোট দিতে আগ্রহ দেখা যায়। এছাড়া ওউপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ডের নেতাকর্মীরা।
আলোচনায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই সম্মেলনের মধ্য দিয়ে ৩৩ নং ওয়ার্ড বিএনপি নতুন নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।