
আজ ১ সেপ্টেম্বর, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান বঙ্গবীর কর্নেল মুহাম্মদ আতাউল গণি (এম.এ.জি.) ওসমানীর জন্মবার্ষিকী। ১৯১৮ সালের এই দিনে তিনি সিলেটের সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার তাকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করে। তার নেতৃত্বে মুক্তিবাহিনী সেক্টরভিত্তিক কাঠামোয় সংগঠিত হয় এবং সংগ্রাম সুসংগঠিতভাবে পরিচালিত হয়। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এবং ‘বঙ্গবীর’ উপাধিতে ভূষিত হন।
স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। দেশ গঠনের প্রাথমিক পর্যায়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ এবং অনন্য।
১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ আনা হয় সিলেটে এবং শাহজালাল মাজার কবরস্থানে দাফন করা হয়। আজকের এই দিনে দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহানায়ককে স্মরণ করছে।