
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে নাজমুল সরকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলী সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের মৃত মোমতাজুল রহমানের ছেলে নাজমুল সরকারের (৪০) সঙ্গে ভুক্তভোগী নারীর দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনার দিন, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে প্রেমিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমুল সরকার ওই নারীর নিজ ঘরে প্রবেশ করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়।
রোববার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে নাজমুল সরকারের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামি নাজমুল সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”