
মথি ত্রিপুরা রুমা প্রতিনিধি
বান্দরবান সদর উপজেলার “রুমা বাজারে ফাউন্ডের ইজারাদার” কর্তৃক বেআইনিভাবে টোল টেক্স আদায়ের নামে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রুমা বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয়রা বাজারে ২o-৩০ কেজি ও ১০০- ২০০ মূল্যের মাল বিনা ট্যাক্সে আনা-নেওয়া করতে পারলেও সম্প্রতি টোল আদায়ের নামে বেপরোয়া হারে অর্থ আদায় শুরু হয়েছে। তারা দাবি করেন, পাহাড়ি – বাঙালি আমরা সবাই রুমা স্থানীয়বাসী। আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা সেটা চাইনা। পাহাড়ি – বাঙালি যারা দূর থেকে অল্প মাল পত্র বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন এবং তাঁদের থেকে যদি অতিরিক্ত হারে টোল টেক্স আদায় করা হয়, তাহলে টোলের নামে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। যা অনৈতিক, অবৈধ এবং সাধারণ ব্যবসায়ী ও জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর
হবে বলে মন্তব্য করছেন বক্তারা।
বক্তারা আরও বলেন, যদি বাজার ফান্ডের ইজারা প্রদান করা হয়, তবে শুধু বাজারে বিক্রি করা পণ্য থেকেই টোল আদায় করার নিয়ম রয়েছে। কিন্তু বাস্তবে বাজার এলাকা বাইরে থেকেও সব যানবাহন থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। যেমন বেথেল পাড়া, সদর ঘাট, মুনলাই পাড়া, বটতলি পাড়া, কৈক্ষ্যংছড়ি এবং গাড়ি হিসাব টাকা নেওয়া ( যা বাজার ফান্ডের আওতার বাইরে) ম্রো বাজারে গাড়ি আটকিয়ে জোর পূর্বক টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা ।
এ বিষয়ে রুমা বাজারের ব্যবসায়ী নাম প্রকাশের অনিচ্ছুক একজন বলেন, সম্প্রীতি আমাদের রুমা বাজারে অনেক দূর থেকে আসা, অস্থায়ী ব্যবসায়ী নারী-পুরুষ বিভিন্ন মাল পত্র বিক্রি করার জন্য দোকান পাশে বসেন। কিন্তু ঝড়-বৃষ্টি হলে তাদের আশ্রয় নেয়ার মত কোথাও ঠাই হয়নি। দোকানে আশে পাশে দাঁড়ালেও তাদেরকে গরু ছাগলের মত দূর ব্যবহার করা হয় বলে দুঃখ প্রকাশ করেন। এবং এটি তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই জন্য বাজারে শেডের ভবনটি ( যা বান্দরবান জেলা পরিষদ বরাদ্ধের নির্মিত রেস্ট হাউস) নামক ভবনটি বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে উন্মুক্ত করে দেয়ার কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানান।
এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিকট স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে বান্দরবানে রুমা উপজেলার “রুমা বাজারে ফাউন্ডের ইজারাদার” কর্তৃক বেআইনিভাবে টোল টেক্স আদায়ের সমীকরণ সমাধানের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে রুমা উপজেলা এলাকার শতাধিক নারী-পুরুষ, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা অংশ গ্রহণ করেন।