
বগুড়া শহরের বউবাজার এলাকায় অবস্থিত সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসী খাবার পরিবেশনের অভিযোগে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে সহায়তা করে বগুড়া জেলা পুলিশের একটি টিম।
পরিদর্শনের সময় উভয় হোটেলে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল – অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাবার ফ্রিজে সংরক্ষণ, খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ (Hydrogenated oil) ব্যবহার, রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি।
এ সকল অপরাধে প্রতিটি হোটেলকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানায়, আগামী ১৫ দিনের মধ্যে রান্নাঘর ও খাবার প্রস্তুত করার স্থান পরিবর্তন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার কার্যালয়কে অবহিত করতে হবে। নির্দেশনা অমান্য করলে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।