
সিনিয়র স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলা বারিয়া ইউনিয়নে খাতিয়া ও ছোটকয়ের বেল বেলায় ব্রিজের কাছে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এর প্রতিযোগিতা দেখতে নদীর দু পাড়ে ভিড় জমায় হাজারো দর্শক। মাদককে না বলি এ প্রতিপাদ্য কে সামনে রেখে নৌকা বাইচের পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক দল। ঢোলের তালে তালে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের দল নামে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এস টি আই সিলেট বিভাগীয় প্রধান মাজারুল হক কাজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন শাহিন। উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী ক্যাপ্টেন জনাব শহিদুল হক সোহেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য এডভোকেট সুলেমান মোল্লা। আব্বার সদস্য জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক হান্নান ভুইয়া, নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক জুয়েল, দীর্ঘদিন পর এমন আয়োজনে এলাকাবাসীর মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। নদীর পাড়ে এক অভূতপূর্ন মিলনমেলায় পরিণত হয় ঐতিহাসিক নৌকা বাইচ ও বৃক্ষ রোপন কর্মসূচি।