
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়নে তিন শতাধিক জামায়াত নেতা-কর্মী বিএনপি’তে যোগদান করেছেন বলে স্থানীয় কয়েকটি নিউজপোর্টাল ও ফেসবুকে যে খবর প্রকাশিত হয়েছে, তাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে এক লিখিত বিবৃতিতে এ দাবি করেছেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন।
লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে রাখু মিয়ার নেতৃত্বে তিন শতাধিক জামায়াত নেতা বিএনপিতে যোগদান করেছেন বলে যে দাবি করা হয়েছে, সেই রাখু মিয়া নামে ঐ ইউনিয়নে জামায়াতের কোনো নেতা বা কর্মী নেই। তিনি বলেন, “রাখু মিয়াকে আমরা চিনি না। অতএব তার নেতৃত্বে জামায়াতের কোনো নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন, এই দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।”
মাওলানা সাখাওয়াত হোসেন আরও বলেন, এর আগে ঐ একই ইউনিয়নে উপজেলা বিএনপির এক নেতার নেতৃত্বে দুই শতাধিক বিএনপি কর্মী জামায়াতে যোগদান করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই দলটির পক্ষ থেকে এই ধরনের অসত্য খবর প্রচার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
যোগদানের এই খবরকে নিছক একটি গুজব বলে উল্লেখ করেছেন ৮ নং মনোহরপুর ইউনিয়ন জামায়াত সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা আসাদ আলী। তিনি বলেন, “এই খবর নিছক একটি গুজব। জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি দল মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচার করছে। রাখু নামে কোনো নেতা বা কর্মী আমাদের ইউনিয়নে নাই।”
স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন পাল্টাপাল্টি দাবির ঘটনা রাজনৈতিক উত্তাপেরই অংশ। তবে সংশ্লিষ্ট দলগুলোর দায়িত্বশীলদের উচিত মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা।
রাসেল মাহামুদ, পলাশবাড়ী প্রতিনিধি : 























