
বুধবার (৫ নভেম্বর ২০২৫) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন সেট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। জেলা পুলিশের প্রতিটি ইউনিটের পাশাপাশি পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখায় একটি ডেডিকেটেড টিম নিয়মিত মোবাইল ফোন উদ্ধার করে থাকে। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে তার প্রকৃত মালিকরা আনন্দিত ও অভিভূত।
উল্লেখ যে, মোবাইল ফোন সেট হারানো ব্যক্তিগণ বিভিন্ন সময় নরসিংদী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলার এলআইসি শাখাসহ অত্র জেলার ৭টি থানায় গত ১ মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৩০৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
পারভেজ আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি : 
























