
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে এই আগুন লাগে।
৩০০ গজ দূরেই থাকা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুতই একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট যোগ দেয়।
দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।
ঈশ্বরদী প্রতিনিধি : 
























