
ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকায় বিশেষ অভিযানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি জেসমিন আরা (রুমা)-কে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নগরীর মালগুদাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেসমিন আরা (রুমা)-কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রাথমিকভাবে কিছু অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে তৎকালীন সভাপতি আল নাহিদ খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক জেসমিন আরা (রুমা)-কে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।
আটকের পর থেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
চলমান তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মো. আতিকুল ইসলাম সোহাগ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 























