
রাঙামাটির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি—এই তিন উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ ‘কিন্নরী হলরুমে’ চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) আয়োজিত এবং কাপ্তাই উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, “সুশাসনের অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। এর জন্য প্রয়োজন স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম। দেশের সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজব প্রতিরোধেও গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। তাই সাংবাদিকদের বিবেক ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার করা উচিত নয়। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) মো. সাঈদ হাসান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, তথ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইন।
মতবিনিময় সভায় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
মো. সুমন খান, রাঙামাটি : 
























