
বিএনপির ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের উদ্যোগে ঢাকা-১৬ আসনে জনাব আমিনুল হকের দলীয় মনোনয়ন প্রাপ্তি উপলক্ষে এক বিশাল আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব কামরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এই র্যালিতে আসনের আওতাধীন সব থানা শ্রমিকদলের নেতা-কর্মীরা অংশ নেন। র্যালিটি মিরপুর-১০ থেকে শুরু হয়ে মিরপুর-১১ এবং পল্লবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক সমাজের ঐক্য ও উদ্দীপনার প্রতীক হিসেবে পরিণত হয়।
বিএনপির মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা বলেন, “জনাব আমিনুল হকের মনোনয়ন প্রাপ্তি শ্রমিক সমাজের জন্য একটি বড় অর্জন। আমরা তার পক্ষে সর্বোচ্চ সমর্থন আদায়ে কাজ করে যাব।” তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হয়ে জনাব আমিনুল হক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবেন।”
অংশগ্রহণকারী শ্রমিক নেতারা জানান, এই র্যালির মাধ্যমে শ্রমিক সমাজে ঐক্য ও উদ্যমের বার্তা ছড়িয়ে পড়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় লাভ করবে এবং আমিনুল হক গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নিজস্ব প্রতিবেদক : 
























