
বান্দরবান সদর উপজেলার ১ নম্বর রাজভিলা ইউনিয়নের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্বোধন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজভিলা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা (হীরামনি)। তিনি নবনির্মিত অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্বোধন শেষে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর হাতে ব্যাগ ও ছাতা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মারুফা সুলতানা বলেন, “নতুন প্রজন্মকে উৎসাহিত করতে আমরা এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। সৎ শিক্ষা অর্জন করলে জীবনের পথ আলোকিত হয়, আর শিক্ষাই একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়—এটি মানুষকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিকে পরিণত করে। আগামীর শিক্ষার্থীরাই হবে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।”
এ সময় তিনি স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজভিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরমান ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, ইউপি সচিব, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে, যাতে তারা আরও উৎসাহ ও অনুপ্রেরণা নিয়ে শিক্ষা অর্জনে মনোযোগী হয়।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ। শিশুদের হাসিমুখে নতুন ব্যাগ ও ছাতা গ্রহণের দৃশ্য যেন ছিল আগামীর আলোকিত বাংলাদেশের প্রতিচ্ছবি।
রাজভিলা ইউনিয়নের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোঃ সুমন খান : 
























