
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও নীলফামারীর সন্তান মোস্তাকুর রহমান জাহিদকে সংবর্ধনা দিয়েছে তাঁর নিজ গ্রামের মানুষ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দক্ষিণ দোনদরি দাখিল মাদরাসা মাঠে স্টার স্পোর্টিং ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা ফুল ও ক্রেস্ট দিয়ে ভিপি জাহিদকে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাকুর রহমান জাহিদ বলেন,
“ভিপি নির্বাচিত হওয়ার পর গ্রামে এসে মানুষের যে ভালোবাসা পেলাম, তা আমাকে গর্বিত করেছে। মানুষ যে বিশ্বাস ও স্নেহ দেখিয়েছে, তার মর্যাদা রাখতে চাই। এজন্য সবার দোয়া প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “আমরা রাকসু নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম, সেই অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আলহাজ আলী হোসেন এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, ভিপি জাহিদের পিতা মোজহারুল ইসলাম ও জামায়াত নেতা আব্দুল হান্নান প্রমুখ।
সেলিম রেজা, নীলফামারী : 
























