
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয় ও কয়ড়া স্কুল অ্যান্ড কলেজে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক পরিচালক আলহাজ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দুদকের উপপরিচালক শহীদুল আলম সরকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার সোহরাব আলী, কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. সেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন এবং বলেন, সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার চেতনা জাগিয়ে তুলবে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 
























