
সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী দশপাইকা আনয়ারুল উলুম আলিম মাদ্রাসার ১১ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি গঠন করা হয়েছে। গত ৯ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী ২ বছরের জন্য এই কমিটি অনুমোদন করেছে। গত ১৮ অক্টোবর মাদ্রাসার বার্ষিক সাধারণ সভায় প্রবাসী ও এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি – হাফিজ মোঃ ইসলাম উদ্দিন, সদস্য সচিব – মাওলানা লুৎফর রহমান, বিদ্যুৎসাহী সদস্য মানিক মিয়া দরাছ, অভিভাবক সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোঃ বকুল খান, মোঃ ফয়জুল ইসলাম, মোঃ ছাদ উদ্দিন, স়ংরক্ষিত মহিলা সদস্য সুলতানা বেগম,সাধারণ শিক্ষক সদস্য মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ, মাওলানা মোঃ হেলাল আহমদ ও মাওলানা মোঃ জমির আহমদ।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমানের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক সভাপতি জয়নাল আবেদিন ও শওকত আলী, সাবেক মেম্বার আব্দুল মনাফ, বর্তমান মেম্বার পিয়ার আলী, সমাজসেবী রফিক খান, আব্দুল মন্নান,আফতর আলী, আবিদ আলী, আব্দুস সালাম, সিরাজ আলী, সাবুল মিয়া, আব্দুল গণি, আব্দুল রফিক, গিয়াস উদ্দিন, রশিদ আলী প্রমুখ।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : 
























